E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কিশোরগঞ্জে সাংবাদিক প্রবীরকে হত্যার হুমকিতে প্রেসক্লাবের নিন্দা

২০১৪ মে ২৩ ১৬:৪০:২৪
কিশোরগঞ্জে সাংবাদিক প্রবীরকে হত্যার হুমকিতে প্রেসক্লাবের নিন্দা

কিশোরগঞ্জ প্রতিনিধি : দৈনিক বাংলা৭১, উত্তরাধিকার৭১ নিউজ ও মুক্তিযুদ্ধ বিষয়ক ত্রৈমাসিক উত্তরাধিকার৭১’র সম্পাদক, সাংবাদিক প্রবীর সিকদারকে হত্যার হুমকিতে হোসেনপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এক বার্তায় সাংবাদিকবৃন্দ প্রবীর সিকদারকে হত্যার হুমকিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতা সাংবাদিকরা হলেন- হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার (উত্তরাধিকার ৭১),সহ-সভাপতি মো: হারুন অর রশিদ দৈনিক খবর),সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক (মানবজমিন), উজ্জ্বল কুমার সরকার (মোহনা টিভি), ওমর ফারুক খান জনি (দৈনিক ভোরের পাতা), মো. খায়রুল ইসলাম (দৈনিক আমাদের সময়),শামসুল হক(দৈনিক স্বজন) মো. আবুবকর ছিদ্দিক বাক্কার (দিনকাল), আরএ সাইফুল ইসলাম( সময়ের দৃশ্যপট),কাওছার আহমেদ উজ্জ্বল (আমার বাংলাদেশ)।


(পিকেএস/এটিআর/মে ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test