E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃতুতে বশেমুরকৃবি উপাচার্যের শোক

২০২২ সেপ্টেম্বর ১২ ১৭:০৮:৫০
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃতুতে বশেমুরকৃবি উপাচার্যের শোক

স্টাফ রিপোর্টার, গাজীপুর : বাংলাদেশ আওয়ামী লীগের দু:সময়ের কান্ডারী ও সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে শোক জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। 

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মোঃ মজনু মিয়া স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাযায়।

তিনি আরো জানান, বাংলাদেশ আওয়ামী লীগের দু:সময়ের কান্ডারী ও সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ১১ সেপ্টেম্বর, রবিবার রাত ১১:৪০ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সভাপতিমন্ডলীর সদস্যের দায়িত্ব পালন করছেন। ফরিদপুর ২ (নগরকান্দা) থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, ২০০৯ সাল থেকে জাতীয় সংসদের উপনেতার দায়িত্ব পালন করছেন।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে শোক জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। তাঁর মৃত্যুতে তিনিসহ বশেমুরকৃবি পরিবার গভীরভাবে শোকাহত। এক শোকবার্তায় উপাচার্য বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান এ রাজনীতিবিদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

(এস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২২)

পাঠকের মতামত:

১০ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test