E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

২০২২ সেপ্টেম্বর ২৭ ১৭:৪৮:৩৪
ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

মাসুম শাহরিয়ার, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'পর্যটনে নতুন ভাবনা' এই প্রতিপাদ্য কে সামনে রেখে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের র‍্যালি শুরু হয় এবং র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে শেষ হয়।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. শামসুল আরেফিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাইফুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের চেয়ারম্যান ড. জাকির হোসেন এবং উক্ত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক জেসমিন আক্তার। এছাড়াও বিভাগের অনেক শিক্ষার্থী র‍্যালিতে অংশ নিয়েছিলেন।

পর্যটন দিবস সম্পর্কে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ড. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশ পর্যটন শিল্পের উপর নির্ভরশীল,করোনাকালীন বিশ্ব পর্যটন শিল্প প্রায় স্থবির হয়ে পড়েছিল। এখন করোনা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়েছে, তাই পর্যটন শিল্প নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

তিনি আরো বলেন, করোনার প্রভাবে আমাদের পর্যটন শিল্পের যে ক্ষতি হয়েছে। সেটা থেকে উত্তরণের জন্য আমাদের নতুন করে ভাবতে হবে, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে।

প্রসঙ্গত, ১৯৮০ সাল থেকে জাতিসংঘের অধীনস্থ 'বিশ্ব পর্যটন সংস্থা'র প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২৭ সেপ্টেম্বর সকল সদস্য দেশে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতুবন্ধন গড়ে তোলা। এছাড়াও, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের অন্যতম লক্ষ্য।

(এমএস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test