E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইবি উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ

২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১৭:০১:৫৫
ইবি উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকর্মী ও চাকরী প্রত্যাশীরা। এ সময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে দুর্নীতি পরায়ণ আখ্যা দেন তারা।

অস্থায়ী চাকরিজীবী পরিষদের ব্যানারে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত কার্যালয়ের সামনে তাদের বিক্ষোভ করতে দেখা যায়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা টিটো জামান, রাসেল জোয়ার্দার সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

অস্থায়ী চাকরিজীবী পরিষদের নেতা টিটো জামান বলেন, ‘আমরা এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিভিন্ন অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি। তিনি একজন দুর্নীতি পরায়ণ। আমরা তার অপসারণ চাই।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেকে দীর্ঘদিন ধরে কর্মরত। কিন্তু তাদের চাকরি স্থায়ী হচ্ছে না। বিগত প্রশাসন আমাদের একাডেমিক কাজের অনুমতি দিয়েছিলেন। কিন্তু বর্তমান প্রশাসন আমাদের বিভিন্ন আশ্বাস দিলেও নিয়োগ প্রক্রিয়াতে যাচ্ছে না।’

আন্দোলনের বিষয়ে উপাচার্যের একান্ত সচিব আইয়ুব আলীকে বলেন, ‘উপাচার্য সমাবর্তনের উদ্দেশ্যে যশোরে আছেন। আমি রেজিস্ট্রারের কার্যালয়ে ছিলাম। এসে দেখি তারা কার্যালয়ের সামনে আন্দোলন ও চিল্লাপাল্লা করছে।’

এদিকে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কণ্ঠ সদৃশ একজনের কয়েকটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যেখানে বিশ্ববিদ্যালয় ও আভ্যন্তরীণ বেশ কিছু বিষয়ে কথা বলতে শোনা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে উপাচার্যের অবস্থান জানতে চেয়ে বিবৃতি দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলী হাসান বলেন, ধারণা করছি উক্ত অডিওটি এডিট করা হয়েছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test