E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারায়ে তাকবির আল্লাহু আকবর বলে বশেমুরবিপ্রবি উপাচার্য দপ্তরের গেট ভাঙচুর 

২০২৩ মে ১৭ ১৫:৪৫:৪৮
নারায়ে তাকবির আল্লাহু আকবর বলে বশেমুরবিপ্রবি উপাচার্য দপ্তরের গেট ভাঙচুর 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোলের কর্মচারী কর্তৃক উপাচার্য দপ্তরের গেটে তালা ঝুলিয়ে অবস্থান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ট্রেজার প্রক্টর সহ অবরুদ্ধ হয়ে পড়লে ঘটনা স্থলে সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন সহ কয়েকজন শিক্ষক উপস্থিত হলেও মাস্টার রোলের কর্মচারীরা তালা ঝুলিয়ে অবস্থান করেন। 

পরবর্তীতে স্থায়ী কর্মচারী সমিতির সভাপতি তরিকুল সহ কয়েকজন উপস্থিত হলে প্রশাসনিকের দুই তলায় উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে কর্মচারী সমিতির সহ সভাপতি ও গার্ড সুপারভাইজার নাসির উদ্দীন নারায়ে তাকবির আল্লাহু আকবর বলে স্লোগান দেওয়ার সাথে সাথে উপাচার্য দপ্তরের ক্লকসিকেল গেটে রশি বেঁধে স্থায়ী কর্মচারীরা গেট ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন।

পরবর্তীতে মাস্টাররোলের কর্মচারীরা বর্তমান কর্মচারী সমিতির সভাপতি তরিকুল সহ কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশিকের বিরুদ্ধে টাকা আত্মসাত এর অভিযোগ তোলেন।

গেট ভাঙচুর ও উত্তেজনা বিরাজ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এটা বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয়। এরা বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা দিয়ে এখানে এসেছে। এরা দেখছে সামনে নেত্রীর নির্বাচন। নির্বাচনকে বানচাল করা ও বড় আকারে বিস্ফোরণ করার জন্য এখানে উপাচার্য দপ্তরে তালা ঝুলিয়ে অবস্থান করছে। তারা দেখাতে চায় সামনে জাতীয় সংসদ নির্বাচন স্বয়ং গোপালগঞ্জে নেত্রীর অবস্থান নেই এটা মিডিয়াকে দেখানোর জন্য তারা এই অবস্থান করছে। কিছু অসাধু লোক এখানে এসে বিশ্ববিদ্যালয় কে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।

পরবর্তীতে স্থায়ী কর্মচারী কর্তৃক নারায় তাকবির আল্লাহু আকবর বলে স্লোগান দিয়ে স্থায়ী কর্মচারী কর্তৃক গেট ভাঙচুর করা হয়েছে এমন প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারিনি।

প্রসঙ্গত, মাস্টার রোলের ১৩২ জনের চাকরি স্থায়ী করনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে তালা ঝুলিয়ে অবস্থান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত মিটিং চলছিলো বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দলিলুর রহমান।

উপাচার্য দপ্তরের গেট ভাঙচুর এর বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, নারায়ে তাকবির আল্লাহু আকবর বলে গেট ভাঙচুর এর বিষয়টি খতিয়ে দেখা হবে এবং এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এসপি/মে ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test