E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঢাবি কলাভবনের সামনে আহত ব্যক্তি উদ্ধার

২০১৪ অক্টোবর ২৯ ১০:৪২:২২
ঢাবি কলাভবনের সামনে আহত ব্যক্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে আলমগীর হোসেন ভূইয়া (৫০) নামে এক ব্যক্তিকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। 

পেটে ছুরির আঘাত ও পায়ের রগকাটা অবস্থায় বুধবার সকাল ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়।

আলমগীর বাংলাদেশ ডেভালপমেন্ট কোম্পানিতে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত।

তার ভাতিজা মো. সোহাগ জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালীতে নিজ বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। তার মোবাইলে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া হয়।

পরে বুধবার সকাল ৭টার দিকে তিনি নিজেই ফোন করে পরিবারকে আহত হওয়ার খবর দেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়।

তবে কারা তার ওপর হামলা চালিয়েছে সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/অক্টোবর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test