E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঢাবির ডিন নির্বাচনে নীল দলের জয়

২০১৪ নভেম্বর ০৬ ১৭:০৯:০৮
ঢাবির ডিন নির্বাচনে নীল দলের জয়

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের পর ডিন নির্বাচনেও জয় পেয়েছেন আওয়ামী লীগ ও বামপন্থি শিক্ষকদের নীল দলের প্রার্থীরা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ১০টি অনুষদের মধ্যে আটটিরই ডিন নির্বাচিত হয়েছেন নীল দলের শিক্ষকরা।

নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীপন্থী শিক্ষকদের সাদা দলের দুজন দুটি অনুষদের ডিন নির্বাচিত হলেও তাদের একজন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। এ দুইটি অনুষদ হচ্ছে আইন ও ফার্মাসি।

বিকাল সাড়ে ৩টার দিকে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন আহম্মেদ এ ফল ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ হয়।

এর আগে গত সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের নির্বাচনে শিক্ষক প্রতিনিধিদের ছয় পদের চারটিতেই জয় পায় নীল দল।

(ওএস/এটিআর/নভেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test