E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বশেমুরবিপ্রবি’তে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

২০২৪ মে ১০ ১৫:০১:০৪
বশেমুরবিপ্রবি’তে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এরই মধ্য দিয়ে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হলো।

শুক্রবার (১০ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বাণিজ্য শাখার (সি ইউনিট) এই পরীক্ষায় উপস্থিতির হার ৮৯.০৮ শতাংশ। ৩৯৪ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষা অংশ নেয় ৩৫১ জন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানাগেছে।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শেষদিনের ভর্তি পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে তিনদিন অনুষ্ঠিত পরীক্ষা কার্যক্রমে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় কোনো ধরনের ভর্তি জালিয়াতি বা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি।

এ সময় পরীক্ষা কার্যক্রম সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করে প্রফেসর ড. মাহবুব বলেন, ভর্তি পরীক্ষার এই তিনদিন ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সার্বিক সেবা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও কাজ করেছে। আগামী দিনেও তাদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ থাকবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট আবেদন পড়ে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। এর মধ্যে বিশ^বিদ্যালয় কেন্দ্রে ২৭ এপ্রিল অনুষ্ঠিত বিজ্ঞান শাখায় ১৭৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে ১৫৭০ জন, ৩ মে মানবিক শাখার ভর্তি পরীক্ষায় ২৩৪১ ভর্তিচ্ছুর মধ্যে ২১৭১ জন পরীক্ষায় অংশ নেয়। তিন ইউনিটে গড় উপস্থিতির হার ৯০.৫৭ শতাংশ।

(এমএস/এএস/মে ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test