E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাকৃবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি দিবস পালিত

২০১৬ মার্চ ১৪ ১৪:১৭:২৪
বাকৃবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “সুস্থ সবল জাতি চান, পশু পালন শিক্ষার প্রসার বাড়ান” প্রতিপাদ্যাকে সামনে রেখে পালিত হয়েছে অ্যানিমেল হাজবেন্ড্রি  দিবস। প্রতি বছর ১৪ মার্চ এ  দিবসটি পালিত হয়।

জানা যায়, বাকৃবিতে বাংলাদেশ এ্যানিমেল হাসব্রেন্ড্রী এসোসিয়েশন (বাহা) ও বাকৃবির পশুপালন অনুষদ যৌথ ভাবে দিবসটি পালন করে। দিবসটি পালন উপলক্ষে ক্যাম্পাসে সোমবার সকাল ১০ টায় একটি আনন্দ র‌্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে প্রতিপাদ্য বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। এতে পশুপালন অনুষদের ডীন অধ্যাপক ড. এস.ডি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহার সভাপতি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, ময়মনসিংহের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শরাফত জামান প্রমুখ।

(এসএস/এএস/মার্চ ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test