E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা দিয়েছেন ঢাবি শিক্ষকরা

২০১৭ আগস্ট ২৪ ১৭:২৩:৫৪
বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা দিয়েছেন ঢাবি শিক্ষকরা

ঢাবি প্রতিনিধি : দেশের উত্তরাঞ্চলের বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৩০ লাখ টাকার তহবিল সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের একদিনের বেতন দিয়ে এ তহবিল সংগ্রহ করেন।

বৃহস্পতিবার বিকেলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে সভায় নিজেদের একদিনের বেতন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০ লাখ টাকার এ অর্থ তহবিল সংগ্রহ করা হয়। এ অর্থ বন্যাকবলিত এলাকার ৯টি জেলায় প্রথম পর্যায়ে বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই সঙ্গে দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সামাজিক পুনর্বাসন ও আর্থিক সহযোগিতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়।

(ওএস/এসপি/আগস্ট ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test