E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মদনে ইউরিয়া সারের সংকট, কৃষক দিশেহারা

২০১৪ আগস্ট ১২ ১৬:০৮:০৯
মদনে ইউরিয়া সারের সংকট, কৃষক দিশেহারা

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : চলতি রোপা-আমন  মৌসুমের শুরুতেই ইউরিয়া সারের সংকট দেখা দেওয়ায় সর্বত্রই ১৬ টাকা কেজির সার ২৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এতে কৃষক দিশেহারা হয়ে পড়ছে।

কৃষি সম্প্রসার অফিস সূত্রে জানা যায়, মদন উপজেলায় ৮জন বিসিআইসি ডিলার রয়েছে। গত জুন মাস থেকে ডিলারগণ ইউরিয়া সার উত্তোলন করছে না। বীজতলা তৈরি করতে কৃষকদের ইউরিয়া সারের প্রয়োজন পড়ছে। হাট-বাজার গুলোতে ইউরিয়া সারের কৃত্রিম সংকটের মাধ্যমে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মূল্যে সার বিক্রি করে মুনাফা লুটে নিচ্ছে। এ ব্যাপারে মদন কৃষি সম্প্রসারন বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. গোলাম রসুল আমাদের এ সংবাদদাতাকে জানান, ডিলারগণ জুন-জুলাই মাসের ইউরিয়া সারের বরাদ্দ উত্তোলণ করেনি। তবে এ সপ্তাহের মধ্যেই মদনে ইউরিয়া সার আসবে। সার ডিলার স্বপন পাল জানান, কৃষি মৌসুম না থাকায় দুই মাস সার উত্তোলণ করা হয়নি। তবে এক-দুই দিনের মধ্যে ইউরিয়া সার এসে পৌঁছবে। ফতেপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার জানান, প্রতিবারই মৌসুমের শুরুতেই ডিলারগণ সার কৃত্রিম সংকটের মাধ্যমে অধিকমূল্যে বিক্রি করে থাকে। কর্তৃপক্ষ এ দিকে সু-দৃষ্টি দিলে কৃষকগণ ন্যায্যমূল্যে সার কিনতে পারবে। চলতি অর্থবছরে মদন উপজেলায় উপসি ৬ হাজার ১শ হেক্টর ও স্থানীয় ৪ হাজার হেক্টর রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
(এএমএ/এএস/আগস্ট ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test