E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সবুজে ছেয়ে গেছে নওগাঁর বিস্তীর্ণ মাঠ

২০২২ এপ্রিল ০৩ ১৭:০২:৩৯
সবুজে ছেয়ে গেছে নওগাঁর বিস্তীর্ণ মাঠ

নওগাঁ প্রতিনিধি : সুজলা সুফলা শষ্য শ্যামলা সবুজ প্রান্তরে পরিণত হয়েছে উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলার বিস্তীর্ণ ফসলের মাঠ। দিগন্তজুড়ে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। সবুজের সমারোহে চোখ যেন জুড়িয়ে যায়। হিমেল বাতাসে মিষ্টি রোদে হাসছে কৃষকের স্বপ্ন। সবুজ প্রকৃতি সবাইকে যেন মুগ্ধ করে তুলেছে।  জেলার প্রতিটি মাঠ এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। প্রতিটি মাঠ এখন কৃষকের সবুজ স্বপ্নে ছেয়ে গেছে। বোরো ধানের বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। আবহাওয়া অনুকুল থাকলে ফলন হবে বাম্পার।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ জনকন্ঠকে জানান, চলতি বোরো মৌসুমে নওগাঁ জেলার ১১টি ইউনিয়নে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এবার জেলায় বোরো ধানের ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৮ লাখ ১২ হাজার ৬৫ মেট্রিক টন। আবহাওয়া অনুকুলে থাকলে ফলনের পরিমান লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদী।

এদিকে জেলার ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল ও সার পাওয়ায় কৃষকরা অনেকটা আশ্বস্ত হয়েছেন। নওগাঁ জেলা খাদ্য উৎপাদনে এবারেও রেকর্ড সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নওগাঁর আত্রাই উপজেলার নওদুলি গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, ধান গাছে সময়মতো পানি পাওয়ায় এখন গাছ সবুজ বর্ণ ধারণ করেছে। চারিদিকে যেন সবুজের সমারোহ। যেদিকে তাকাই দৃষ্টি যেন জুড়িয়ে যায়। এবার বড় ধরনের ঝড় বা শীলা বৃৃৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এতে করে আমরা অনেক উপকৃত হব এবং বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারব বলে মনে করছি।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ এ বিষয়ে বলেন, অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। এবার নওগাঁ জেলায় কোথাও মাজড়া পোকার আক্রমণ নেই। ইতোমধ্যেই ধান গাছে শীষ বেরুতে শুরু হয়েছে। ফলে আমরা আশা করছি, এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে

(বিএস/এসপি/এপ্রিল ০৩, ২০২২)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test