E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পলাশবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০২২ এপ্রিল ১২ ১২:০৯:৩৭
পলাশবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ফসলের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ১১ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান নয়ন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুন্নাহার সাথী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.হারুনুর রশিদ ও উপজেলা কৃষকলীগ আহবায়ক মহাব্বত জান চৌধুরী প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ১ হাজার ৩শ’ ১০ কৃষককে উফশী আউশ জাতের ৫ কেজি করে ধান এবং ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামুল্যে বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

(এসআইআর/এএস/এপ্রিল ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test