E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ভাসমান বেডে সবজি চাষে ঈশ্বরগঞ্জে কৃষকের মুখে হাসি 

২০২২ এপ্রিল ১৪ ১৯:০৫:৪৪
ভাসমান বেডে সবজি চাষে ঈশ্বরগঞ্জে কৃষকের মুখে হাসি 

নীলকন্ঠ আইচ মজুমদার, ঈশ্বরগঞ্জে : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় সবজি চাষে কৃষকের মুখে দেখা দিয়েছে হাসি। 

সরেজমিনে উপজেলার বড়হিত ইউনিয়নের পুরাহাতা গ্রামের আন্দাইল বিলে গিয়ে দেখা যায় বিলের পাড়ে ভাসমান বেডে চাষ হচ্ছে শসা।

কৃষক হারুন অর রশিদ (৫০) ও ফুলেকুল ইসলাম (৩৮) জানান, সরকারি বিলের জায়গায় উপজেলা কৃষি অফিসের পরামর্শে ও সার্বিক সযোগিতায় এ চাষ করেছেন। বিলে পানি না থাকায় কুচুরিপানা জমিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আখসার খানের দিক নির্দেশনায় বেড তৈরি করেছেন। বৃষ্টিতে পানি জমে গিয়ে পানি বেড়ে গেলে বেড গুলিও পানির উপর ভাসতে থাকবে এমন করে তৈরি করা হয়েছে বেড ফলে ফসলের কোন ক্ষতি হবে না বলে জানা যায়।

কৃষক ফুলেকুল ইসলাম বলেল, দীর্ঘ প্রায় ৫৪ দিন ধরে ৩০ শতক জায়গায় ৪টি বেড করে এ আবাদ করেছেন। ইতোমধ্যে গাছে প্রচুর শসা ধরেছে এবং প্রতিদিনই শসা সংগ্রহ করে বাজারে বিক্রি করা হচ্ছে। কৃষক হারুন বলেন এ জমিতে কেবলমাত্র নিজের শ্রমই বিনিয়োগ করেছি আর যে পরিমাণ ব্যয় হয়েছে তা কৃষি অফিস থেকেই দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় আন্দাইল বিলে এ প্রকল্পের অধীন ভাসমান ধাপে ৫০ শতক জমিতে হাই ব্রিড তামিম প্লাস জাতের শসা চাষ করা হয়েছে। এর উৎপাদন প্রতি হেক্টর জমিতে প্রায় ২০ টনের মতো। এসব স্থানে কোন প্রকার চাষাবাদ হতো না। সারা বছরই পতিত অবস্থায় থেকে যেতো। কৃষকদের ভাসমান বেডে সবজি চাষে আগ্রহী করে তোলার জন্য সরকারী জায়গায় এ চাষের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার জানান, আন্দাইল বিলে প্রথমবারের মতো কচুরিপানা দিয়ে ভাসমান ধাপে শসা উৎপাদন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনতে হবে। সেই আলোকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরগঞ্জের এই প্রয়াস।

(এন/এসপি/এপ্রিল ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test