E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সালথায় ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ

২০২২ এপ্রিল ১৮ ১৪:৩২:৪৬
সালথায় ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ

আবু নাসের, সালথা : ফরিদপুরের সালথায় ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করেছে কৃষকেরা। পাটের আগাছা পরিস্কার করার নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। থেমে নেই কোন কৃষক। মাঠে মাঠে বেড়ে উঠছে পাটের গাছ। চারিদিকে শুধু সবুজ ঘেরা মাঠ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। কয়েকদিন আগে পিয়াজ ও অন্যান্য ফসল উত্তোলন করার পরেই পাটের বীজ বপন করে কৃষকেরা। বর্তমানে পাটের আগাছামুক্ত করার কাজ শুরু হয়েছে । এরপর পাট বাছাই। আড়াই-তিন মাসে পাট উৎপাদনের উপযুক্ত হবে।

উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি বলেন, উপজেলার ৩হাজার পাট চাষীকে পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস বলেন, এবছর উপজেলায় ১২ হাজার ৩৯০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে। আশা করি লক্ষ্যমাত্রা পূরণ হবে। পাট উৎপাদনে আমাদের মাঠকর্মীরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন।

(এএনএইচ/এএস/এপ্রিল ১৮, ২০২২)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test