E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পলাশবাড়ীতে ২৮ ধানে কারেন্ট পোকাসহ ব্লাস্ট রোগের আক্রমণে দিশেহারা কৃষক

২০২২ এপ্রিল ১৯ ২৩:৪৬:৩১
পলাশবাড়ীতে ২৮ ধানে কারেন্ট পোকাসহ ব্লাস্ট রোগের আক্রমণে দিশেহারা কৃষক

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ইরি-বোরো ২৮ ধানসহ বিভিন্ন ধানে  কারেন্ট পোকা ও ব্লাষ্ট রোগের আক্রমণে দিশেহারা কৃষকেরা। কৃষকদের অভিযোগ যদি কারেন পোকা আর ব্লাষ্ট রোগের হাত থেকে ফসল রক্ষা করতে পারতাম তাহলে ধানের ফলন আরো বেশি ফলাইতে পারতাম।

উপজেলার মনোহরপুর ইউনিয়নের কিশামত কেওয়াবাড়ী ও বিরামের ভিটা গ্রামের কৃষকেরা কারেন্ট পোকা থেকে তাদের ধান রক্ষা করতে পারছেন না। সরেজমিনে গিয়ে দেখা যায়,কৃষকদের আধা-পাকা ২৮ ধানের শীষ শুকিয়ে নষ্ট হয়ে মরে যাচ্ছে। শত ম্প্রে করেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে কৃষকেরা জানান।

এদিকে কৃষকদের এঅবস্থায় সঠিক পরামর্শ দেওয়ার জন‍্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে পাচ্ছেন না বলেও অভিযোগ কৃষকদের। ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, আমাদের ব্লকের কৃষি কর্মকর্তা কে তাকে আমরা চিনিই না। এমন অভিযোগ উপজেলার ৯০ ভাগ কৃষকদের।

সচেতন এলাকাবাসির অভিযোগ,তাহলে সরকারি সার,বীজ, ট্রেনিং এবং প্রনোদনাগুলো দেওয়া হচ্ছে কাকে? এব‍্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিয়ে দেখলে আসল সত‍্য বেরিয়ে আসবে বলে সবার অভিমত।

উপজেলার বরিশাল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, বাসুদেবপুর নূরে পাড়া গিয়ে ধানের জমি দেখে নিজেই কৃষকদের বলেছেন ব্লাষ্ট রোগে তাদের ধান নষ্ট হয়েছে। সচেতন এলাকাবাসির অভিযোগ, তাহলে উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের এতদিন কি পরামর্শ দিয়েছেন?

(এসআইআর/এএস/এপ্রিল ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test