E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্রি ধান ২৮ এ ব্লাষ্টরোগ কৃষকের মাথায় হাত

২০২৩ এপ্রিল ২৮ ২০:১২:২২
ব্রি ধান ২৮ এ ব্লাষ্টরোগ কৃষকের মাথায় হাত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা গেছে ব্রিধান ২৮ সহ চিকন জাতের সব ধরনের ধানের কাটা মাড়াই এর কাজ চলছে,তার মধ্যে ব্রিধান ২৮ এ ব্লাষ্টরোগের আক্রমন বেশি হওয়ায় কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদিকে মহদীপুর ইউনিয়নের কৃষক আলমগীর মিয়া জানান আমি খাওয়ার জন্য যে জমিটিতে ব্রিধান২৮ লাগিয়ে ছিলাম আমার পুরোজমির ধানটাই নষ্ট হয়ে গেছে।আমি এখন বউ বাচ্চা নিয়ে কি খাবো ঠিক বুঝে উঠতে পারছি না। পলাশবাড়ী পৌরসভার নুনিয়াগাড়ী গ্রামের কৃষক আবু সাঈদ জানান কামলা নিয়ে ধান কেটে নিচ্ছি, এই ধান বিক্রি করে কামলার টাকাও হবে না। পরিবার নিয়ে কি খাবো ভেবে পাচ্ছি না।

সরকার থেকে যদি কোন সহযোগিতা বা ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দিতো তাহলেও কিছুটা হলেও রেহাই পেতাম বলে জানিয়েছেন তিনি।

(এসআইআর/এএস/এপ্রিল ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test