E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে ধান কাটা ও মাঠ দিবস অনুষ্ঠিত

২০২৩ মে ০৯ ১৬:০৩:৫০
মহম্মদপুরে ধান কাটা ও মাঠ দিবস অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে ধান কাটা  মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের পাকা ধান কাটার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা। 

সূত্র জানায়, সোমবার দুপুরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার আয়োজনে, উপজেলার বিনোদপুর ইউপির হরিনধরা পেয়াদাপাড়া মাঠে এ ধান কাটার শুভ উদ্বোধন করা হয় । আধুনিক প্রযুক্তি কম্বাইন হারভেস্টার দিয়ে পাকা ধান কাটা হয়।

উপজেলায় কৃষি সমৃদ্ধি ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত বোরো ধানের চাষাবাদের এবং কৃষকরা সমলয়ে ৬ হাজার ৮ শত হেক্টর জমিতে বোরো হাইব্রিড ধানের চাষ করে সাধারণ কৃষক। কৃষকদের মধ্যে স্মার্ট কৃষি বাংলাদেশ এ লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছ, জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

স্থানীয় কৃষকরা জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাকা ধান কেটে দেওয়া হচ্ছে অল্প মূল্যে, ধানের ফলন ভালো হয়েছে এবছর। কৃষককে নিয়মিত সার ঔষধ, বীজ এর তদারকি করছে কৃষি অফিস। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামানন্দ পাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহম্মদপুর, সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, কৃষি অফিসার আব্দুস সোবহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ হাই মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী বেবী নাজনীন, ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান সহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন,

কৃষি নির্ভর অর্থনীতির এই দেশে কৃষিকে আমাদের বাঁচতে হবে। সমলয়ে চাষাবাদ মানে একই সময়ে একই জাতের ধানের বীজ বপন করা, একই সময়ে চারা রোপণ করা এবং ধান পাকার পর একই সময়ে সে ধান কর্তন করা। বর্তমানে এই পদ্ধতি খুবই জনপ্রিয়তা পাচ্ছে। সব শেষে তিনি কৃষকদের মাঝে বিনামূল্যে 'বিনা মুগ-৮' জাতের ডালবীজ বিতরণ করেন।

(বিএসআর/এএস/মে ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test