E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

লক্ষ্যমাত্রা ১০ হাজার ৪১০ হেক্টর জমি চাষ

আগৈলঝাড়ায় আগাম বোরো চাষে ব্যস্ত কৃষক

২০২৩ ডিসেম্বর ৩০ ১৭:৪৮:১৬
আগৈলঝাড়ায় আগাম বোরো চাষে ব্যস্ত কৃষক

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার অন্যতম শষ্য উৎপাদনকারী উপজেলা হিসেবে পরিচিত আগৈলঝাড়ায় আগাম ইরি-বোরো চাষে নেমেছে চাষীরা। চলতি বোরো মৌসুমের শুরুতেই শীত উপেক্ষা করে বীজতলা থেকে বীজ সংগ্রহ করে বোরো ধানের চারা (বীজ) লাগাতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ফসলের লক্ষ্যমাত্রা নির্ধিারণ করা হয়েছে ৫২ হাজার ৫০ মেট্রিক টন চাল।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সুভাষ চন্দ্র মন্ডল জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১০হাজার ৪শ ১০হেক্টর জমি ইরি-বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আগাম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩০হেক্টর জমি। বাকী ১০হাজার ২শ ৪০হেক্টর জমিতে চাষ হবে হাইব্রীড ধান।

তিনি জানান, বৈরী আবহাওয়া এবং কীটপতঙ্গর আক্রমন কম হলে এবছরও ফসলের বাম্পার ফলনের সম্ভাবনা আছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test