E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ

২০১৭ নভেম্বর ১৮ ১৪:৪৯:৫৪
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ

নিউজ ডেস্ক : আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) সেনানিবাসে অবস্থানকারী বিভিন্ন ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের গাড়ি ছাড়া সবধরনের যান চলাচল সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ থাকবে।

উল্লিখিত সময়ে চালকদের সেনানিবাস এলাকা পরিহার করে বিকল্প পথ দিয়ে চলাচলের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিকেল ৩টার মধ্যে এবং অন্যান্য অতিথিদের বিকেল ৩টা ১৫ মিনিটের মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

(ওএস/এসপি/নভেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test