E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নিরাপত্তার চাদরে ঢাকা বিশেষ আদালত

২০১৮ ফেব্রুয়ারি ০৮ ০৯:৩৮:০৩
নিরাপত্তার চাদরে ঢাকা বিশেষ আদালত

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে কয়েকস্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার বিশেষ আদালত ও এর আশপাশের এলাকা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এজলাসে সাংবাদিক, আইনজীবীসহ কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না।

বিপুল সংখ্যক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করে রেখেছে। মাঠে রয়েছে বিপুল সংখ্যক নারী পুলিশ। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

সংশ্লিষ্টদের তল্লাশি চৌকি পার হয়ে এজলাসে ঢুকতে হচ্ছে। বসানো হয়েছে আর্চওয়ে।

চানখার পুলসহ আদালত থেকে প্রায় এক কিলোমিটার আগে থেকে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঢাকা সিএমএম কোর্টের ডিসি (প্রসিকিউসন) মো. আনিসুর রহমান, রায়কে ঘিরে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

(ওএস/অ/ফেব্রুয়ারি ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test