E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ

২০১৮ এপ্রিল ০২ ১৭:৪৫:০৬
রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার : মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না করা হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

সচিব বলেন, ‘রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশ ও মিয়ানমারের ইস্যু নয়। এর সঙ্গে বিশ্ব সম্প্রদায় সম্পৃক্ত। এর টেকসই সমাধান না হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এজন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে এর সমাধান করতে হবে।’

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারের প্রধান অতিথি পররাষ্ট্র সচিব এসব কথা বলেন।

রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের নিরাপত্তা জোন করে মিয়ানমারকেই তাদের ফিরিয়ে নিতে হবে বলে জানান শহীদুল হক। তিনি বলেন, ‘রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারকেই সেইফ জোন বা নিরাপত্তা বলয় করে তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে।’

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলার পর সেনা অভিযানের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। এখনও নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘রোহিঙ্গা শরণার্থী সংকট: স্থায়ী সমাধানের পথ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

দুই দিনব্যাপী এ সম্মেলনে ২০১৭ সালের আগস্ট মাসে কফি আনানের তৈরি প্রতিবেদন, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উত্থাপিত পাঁচটি প্রস্তাবনা, চীন কর্তৃক প্রস্তাবিত তিনটি ধাপের সমাধান, মালয়েশিয়ায় প্রস্তাবিত পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনাল ফাইন্ডিংস অ্যান্ড রিকমেন্ডেশন এবং ইউরোপিয়ান পার্লামেন্ট রেজু্ল্যুশন নিয়ে আলোচনা করা হবে।

সম্মেলনের দ্বিতীয় দিনে রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পর্যালোচনাপত্র ও আলোচনার ওপর ভিত্তি করে ‘ঢাকা ঘোষণা’ দেওয়া হবে। যেখানে রোহিঙ্গা সংকট সমাধানে সুপারিশ তুলে ধরা হবে।

(ওএস/এসপি/এপ্রিল ০২, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test