E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাড্ডা ইউলুপ খুলছে কাল

২০১৮ জুলাই ২৭ ১৪:৩৫:৪০
বাড্ডা ইউলুপ খুলছে কাল

স্টাফ রিপোর্টার : হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের বাড্ডা প্রান্তের ইউ আকৃতির গাড়ি পারাপার সেতু (ইউলুপ) নির্মাণ কাজের জন্য এই রুটে চলাচলকারীদের প্রতিদিনই পড়তে হয়েছে দীর্ঘ যানজটে। তবে যানজটের এই ভোগান্তির অবসান ঘটিয়ে শনিবার চালু হতে যাচ্ছে ইউলুপটি।

বাড্ডার এই ইউলুপটি চালু হলে যানবাহনগুলো প্রগতি সরণি হয়ে ইউলুপ দিয়ে বাঁক নিয়ে বনশ্রী, আফতাবনগর, রামপুরা বা মালিবাগ অভিমুখে সহজেই যাতায়াত করতে পারবে। পাশাপাশি বাড্ডা পয়েন্টে সৃষ্ট ব্যাপক যানজটেরও নিরসন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (রাজউক) জামাল আক্তার ভূঁইয়া বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত এই ইউলুপটি শনিবার উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে ইউলুপটির উদ্বোধন করবেন। এরপরই এটি যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।’

২০১৫ সালের মাঝামাঝিতে শুরু হওয়া বাড্ডা ইউলুপটির কাজের মেয়াদ বাড়িয়ে বর্তমানে সব কাজ প্রায় শেষের দিকে।

রামপুরায় প্রথম ইউলুপটি নির্মাণের পর যানজট নিরসনে যেমন বেশ সাফল্য পাওয়া গেছে, তেমনিভাবে ৪৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের নকশা অনুযায়ী বাড্ডা ইউলুপটি চালু হলে এই এলাকার যানজট নিরসন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

(ওএস/এসপি/জুলাই ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test