E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুজিববর্ষে বিনামূল্যে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ

২০১৯ অক্টোবর ২২ ১৫:৪০:৩৯
মুজিববর্ষে বিনামূল্যে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ

স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। আজ থেকেই এই সুবিধা কার্যকর হয়ে তা ২০২০ সাল পর্যন্ত বহাল থাকবে বলেও জানান মোস্তাফা জব্বার।

এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন কার্যক্রম উদ্বোধন করেন।

মন্ত্রী জানান, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে। এ সময়ের মধ্যে দেশে মোবাইলফোনের ফাইভ-জি সেবা চালু করা হবে।

(ওএস/এসপি/অক্টোবর ২২, ২০১৯)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test