E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঢাকা উত্তরের নবনির্বাচিত কাউন্সিলর শওকত গ্রেফতার

২০২০ ফেব্রুয়ারি ০৪ ১৪:৫৬:০৮
ঢাকা উত্তরের নবনির্বাচিত কাউন্সিলর শওকত গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকতকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে হেনস্তা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

খিলগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর এবং ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে সোমবার খিলগাঁও থানায় একটি মামলা হয়। মামলা নম্বর ৭। মামলার এজাহারে জানা গেছে, সোমবার এসবির এক পরিদর্শককে (ইন্সপেক্টর) মারধর করেন তিনি। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, গ্রেফতার কাউন্সিলরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২০)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test