E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

অর্থপাচারকারীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে

২০২০ ফেব্রুয়ারি ০৫ ১৫:৪১:৫৪
অর্থপাচারকারীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে

স্টাফ রিপোর্টার : অবৈধভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকা কিংবা সরকারি অর্থ আত্মসাৎকারী যারা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে। এ কাজে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) কমিশনের বৈঠকে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুদকের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘যে বা যারা অবৈধভাবে ব্যাংকের বা সরকারি অর্থ আত্মসাৎ করে তা পাচার করে বিদেশে বিলাসবহুল জীবন-যাপন করছেন, তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে।’

তিনি বলেন, ‘ইন্টারপোলসহ আন্তর্জাতিক সকল আইনি টুলস-টেকনিক প্রয়োগ করে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে এবং দেশের সম্পদ ফিরিয়ে আনা হবে।’

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২০)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test