E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

'দুর্নীতিবাজদের ছাড় দেয়া হলে দেশের ব্যাংকিং খাত ধ্বংস হয়ে যাবে'

২০১৪ আগস্ট ১৪ ১৬:৫৯:২২
'দুর্নীতিবাজদের ছাড় দেয়া হলে দেশের ব্যাংকিং খাত ধ্বংস হয়ে যাবে'

স্টাফ রিপোর্টার, ঢাকা : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত, দৃঢ় ও যথোপযুক্ত সময়োচিত দৃশ্যমান পদক্ষেপ নেয়া উচিৎ। দুর্নীতিবাজদের কোনমতে ছাড় দেয়া ঠিক হবেনা। ছাড় দেয়া হলে দেশের ব্যাংকিং খাত ধ্বংস হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইন্সিটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর উদ্যোগে আয়োজিত মুদ্রানীতির উপর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিকে টাইট মুদ্রানীতি বলে আখ্যায়িত করে তিনি বলেন, এ নীতি ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের সমস্যায় ফেলবে। পাশাপাশি মাঝারি উদ্যোক্তাদেরও সমস্যায় ফেলবে। এ নীতিতে শেয়ার বাজার বিষয়ে কোন সুনির্দিষ্ট স্বচ্ছ নীতির কথা বলা হয়নি। বিদেশি ঋণ নিতে উৎসাহিত করলে দেশি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী সময়ের জন্য ঝুঁকির মধ্যে ফেলবে।

বিআইডিএস এর মহাপরিচালক ড. মুস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবিএম মির্জ্জা আজিজুল ইসলাম।

(ওএস/অ/আগস্ট ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test