E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

যার কাছে যা তথ্য আছে সেসব দিন : মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রসঙ্গে আবীর আহাদ

২০২১ ফেব্রুয়ারি ১২ ১৮:৪৮:১৬
যার কাছে যা তথ্য আছে সেসব দিন : মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রসঙ্গে আবীর আহাদ

স্টাফ রিপোর্টার : সম্প্রতি সমাপ্ত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমের যে চালচিত্র ইতোমধ্যে জানা গেছে, তাতে এ-ধারণাই প্রস্ফুটিত হয়েছে যে, যাচাই বাছাই প্রক্রিয়ার পশ্চাতে ব্যাপক অর্থ, আত্মীয়তা ও রাজনৈতিক প্রভাব কাজ করেছে । ফলে বিভিন্ন উপজেলা ও থানা থেকে যেসব খবরাখবর পাওয়া যাচ্ছে তাতে অমুক্তিযোদ্ধাদের অবস্থানের তেমন হেরফের হয়নি । এর ফলে মুক্তিযোদ্ধা অঙ্গনে হতাশার একটি করুণ চিত্র ফুটে উঠেছে। সর্বত্র প্রমাণিত হয়েছে সেই প্রবাদ বাক্য : বজ্র আঁটুনি ফস্কা গেরো ! অর্থাত জামুকা উদ্ভাবিত জোড়াতালির যাচাই বাছাইয়ের ফাঁকফোকর গলিয়ে অধিকাংশ ভুয়ারা পার পেয়ে গেছে বলে একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান আবীর আহাদ অভিমত ব্যক্ত করেছেন।

আজ এক বিবৃতিতে আবীর আহাদ বলেন, বীর মুক্তিযোদ্ধা তালিকায় অমুক্তিযোদ্ধাদের কোনো স্থান থাকতে পারে না । এটা বীর মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক মর্যাদার প্রশ্ন । তাদের শৌর্য ত্যাগ রক্ত ও বীরত্বের প্রশ্ন। মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন । এটা মুক্তিযোদ্ধাদের আবেগ ও অনুভূতির প্রশ্ন। বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় অবদানে ভুয়া মুক্তিযোদ্ধারা ভাগ বসাবে, তারাও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয় সম্মান, ভাতা ও অন্যান্য সুবিধাদি ভোগ করবে এবং ভুয়াদের কারণে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা জনসমক্ষে সন্দেহের পাত্র হয়ে সমাজের বুকে অবমূল্যায়িত হবে----এসব নিশ্চয়ই কোনো অবস্থাতেই কোনো বিবেকবান মানুষের কাম্য হতে পারে না ।

আবীর আহাদ বলেন, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা কোনো অবস্থাতেই আমাদের পাশে, মুক্তিযোদ্ধা তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধাদের বরদাস্ত করতে পারি না; তদ্রূপ কোনো বীর মুক্তিযোদ্ধা তালিকার বাইরে থাকবে----এটাও মেনে নিতে পারি না ।

বিবৃতিতে তিনি বলেন, আমরা চাই, একমাত্র ভারতীয় তালিকা বাদে বেসামরিক গেজেট, লাল মুক্তিবার্তা, যুদ্ধাহত, মুজিবনগর, বিভিন্ন বাহিনীসহ অন্যান্য তালিকার মধ্যে যেসব ভুয়া অবস্থান করছে, অবশ্যই তাদেরকে ঝেটিয়ে বিদায় করতে হবে । কী প্রক্রিয়ায় ভুয়াদের বিতাড়িত করতে হবে, সেটা আমাদের জানা আছে । তিনি বলেন, জামুকা বেসামরিক গেজেটধারীদের যাচাই বাছাই করছে । করুক । অপরদিকে সামরিক বাহিনী তাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের উচ্ছেদের কার্যক্রম শুরু করেছে । করুক । আমরা কার্যকর ফলাফল দেখতে চাই ।

পরিশেষে আবীর আহাদ বলেন, অতএব সর্বস্তরের সচেতন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের পাশে অবস্থানরত ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করুন । জামুকা ও সামরিক বাহিনীর যাচাই বাছাই সম্পর্কে তথ্য সংগ্রহ করুন । আমরা একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ এতদসংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করছি । আপনারা যার কাছে যে তথ্য আছে তা আমাদের দিন । সবকিছু মিলিয়ে আমরা অচিরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি সঠিক মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের লক্ষ্যে আমাদের চুলচেরা মতামত ও পরবর্তী পদক্ষেপ জাতির সামনে তুলে ধরবো । বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের নামে আমরা কাউকে আর কোনো জালিয়াতি করতে দিতে পারি না । এটা আমাদের জাতীয় গরিমার প্রশ্ন।

(এ/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test