E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ষোড়শ সংশোধনী কেন সংবিধান পরিপন্থী নয় : হাইকোর্ট

২০১৪ নভেম্বর ০৯ ১৩:২০:৩৩
ষোড়শ সংশোধনী কেন সংবিধান পরিপন্থী নয় : হাইকোর্ট

স্টাফ রিপোর্টার : সংবিধানের ষোড়শ সংশোধনী কেন সংবিধান পরিপন্থী হবে না- জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে রবিবার এ আদেশ দেন।

আদেশে মন্ত্রিপরিষদের সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ মোট ৫ জনকে আগামী ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ্যাডভোকেট মনজিল মোরশেদ রিট আবেদনের পক্ষে শুনানি করেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টের ৯ আইনজীবী এই রিট দায়ের করেন।

(ওএস/এইচআর/নভেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test