E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘রেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটাবে’

২০২৪ মে ১৮ ১৮:১৬:৩৮
‘রেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটাবে’

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর থেকে : রেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার সোনালী বিপ্লব ঘটাবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুর হাকিম। আজ শনিবার মধুখালি-মাগুরা রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে এদেশের রেলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। একসময় রেল যোগাযোগ মন্ত্রণালয়ের অধিনে ছিল। প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে আলাদা মন্ত্রণালয় করে রেল যোগাযোগের যেসব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছেন, তাতে এদেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্বরণ করবে ও প্রাণ ভরে তাঁর জন্য দোয়া করবে।

রেলমন্ত্রী আরও জানান, ‘রেল সারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। আমাদের মতো জনবহুল ও কৃষিপ্রধান দেশে যে রেল কতোটা গুরুত্বপূর্ণ, তা দেশের মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন। তিনি বলেন, 'বিএনপি-জামাত সরকার রেলকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। সেখান থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রেলকে বাঁচিয়েছেন এবং সারা দেশে রেলকে ছড়িয়ে দিচ্ছেন।’

শনিবার বেলা পৌনে ২ টার দিকে ফরিদপুর মধুখালি থেকে মাগুরা রেললাইন নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণ ও ব্রডগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন রেলমন্ত্রী।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির, বাংলাদেশ রেলওয়ে'র মহাপরিচালক সরদার শাহাদাত আলী, মধুখালি পৌরসভার মেয়র খন্দকার মোর্শেদ রহমান, মধুখালি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর আহমেদ অনিক, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক আসাদুল হক, মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন, মধুখালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকুসহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/মে ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test