E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ডা. শামারুখের লাশ উত্তোলন

২০১৪ ডিসেম্বর ০৪ ১৩:৫২:২২
ডা. শামারুখের লাশ উত্তোলন

যশোর প্রতিনিধি : যশোর মনিরামপুরের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট খান টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবীন সুমির মৃতদেহ পুনঃময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় যশোর শহরের কারবালা কবরস্থান থেকে শামারুখের মৃতদেহ উত্তোলনের পর অ্যাম্বুলেন্সে করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দাফনের ২১ দিন পর মৃতদেহ উত্তোলন করা হলো।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন-যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালাম, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. হুসাইন সাফায়াত. ডা. জেসমিন সুমাইয়া, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক নোয়াব আলী, সিআইডি ঢাকার ধানমন্ডি জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্সী রুহুল হক, যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক, ডা. শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম, মামী সুমি বেগম, ফুফু তাহমিনা বেগম, ডা. শামারুখের বাবার বন্ধু মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি লুৎফুন্নাহার পাপ্পু, কারবালা জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ,কবরস্থানের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম ও স্থানীয় উৎসুক লোকজন।

হাসপাতাল সূত্র জানায়, মৃতদেহ উত্তোলনের পর যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের সময় সেখানে উপস্থিত থাকবেন যশোর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক নাজমুল হুদা, ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. হুসাইন সাফায়াত, যশোর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শামসুল আলম দোদুল ও ডা. আলমগীর কবির।

ময়নাতদন্তে আলামত সংগ্রহ করে যশোরসহ তিনস্থানে পরীক্ষা করা হবে। অন্য দু’টি প্রতিষ্ঠান হচ্ছে, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।

২৫ নভেম্বর মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা মৃতদেহ উত্তোলন করে পুনঃময়নাতদন্তের আদেশ দিয়েছিলেন।

মামলার বাদী ডা. শামারুখের বাবা পিডিবির সাবেক প্রকৌশলী নুরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বিচারক।

একই সঙ্গে আদালত মরদেহের ময়নাতদন্তের জন্য যশোর সিভিল সার্জনসহ তিন সদস্যের একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে শুরু হয় যশোর কারবালা কবরস্থান থেকে ডা. শামারুখের মৃতদেহ উত্তোলন করে পুন‍ঃময়নাতদন্ত সম্পন্ন করার প্রক্রিয়া।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে ডা. শামারুখের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই প্রতিবেদনে শামারুখ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছিল। যা শামারুখের বাবা প্রত্যাখান করেছিলেন।

১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ইন্টার্ন ডা. শামারুখের মৃতদেহ উদ্ধার করা হয়। এ বাসায় মেহজাবিন তার শ্বশুর টিপু সুলতান, শাশুড়ি ডা. জেসমিন আরা ও স্বামী হুমায়ুন সুলতান সাদাব বসবাস করতেন।

গত ১৪ নভেম্বর যশোরের কারবালা কবরস্থানে ডা.শামারুখের মৃতদেহ দাফন করা হয়।

(ওএস/এএস/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test