E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

৮এপ্রিল ঢাকা-বরিশালে পুনরায় বিমান চলাচল শুরু

২০১৫ মার্চ ৩০ ১৫:০৮:৪৩
৮এপ্রিল ঢাকা-বরিশালে পুনরায় বিমান চলাচল শুরু

বরিশাল  প্রতিনিধি : আগামী ৮ এপ্রিল থেকে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে নিয়মিত বিমান চলাচল শুরু হবে। ঢাকা-বরিশাল-ঢাকা আকাশ পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ২ দিন যাত্রী পরিবহন করবে। ওই দিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন-এমপি বিমানের ফ্লাইট সার্ভিস উদ্বোধন করবেন বলে জানা গেছে।

বরিশাল বিমানবন্দর সূত্র জানায়, ৭৬ আসনের একটি ড্যাশ-৮ কিউ ৪০০ নেক্সট জেনারেশন উড়োজাহাজ দিয়ে প্রতি রবি ও বৃহস্পতিবার ঢাকা-বরিশাল-ঢাকা ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে বিকেল ৪টায় ছেড়ে বরিশালে আসবে ৪টা ৩০ মিনিটে। আর বরিশাল থেকে ৪টা ৫৫মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছবে ৫টা ২৫ মিনিটে। বর্তমানে বিমান বন্দরের ট্রাফিক সেক্টর ও নেটওয়ার্কিং সিষ্টেমের উন্নয়ন কাজ চলছে। বন্দরের অন্যন্য সংস্কার কাজও শেষ পর্যায়ে। আগামী ১ এপ্রিল থেকে বিমান বাংলাদেশ বরিশাল অফিস থেকে টিকেট বুকিং দেয়া হবে। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইট থেকে যাত্রী সাধারণ ১ এপ্রিল থেকে টিকেট কিনতে পারবেন। এছাড়া বিমানের ভাড়া ৩ ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে টমি ক্লাস ৩ হাজার টাকা, কুইন ক্লাস সাড়ে ৩ হাজার টাকা ও সুপার ক্লাস ৪ হাজার টাকা।

বিমানবন্দর ব্যবস্থাপক মো. হানিফ গাজী জানান, ৮ এপ্রিল থেকে বিমান বাংলাদেশ সার্ভিস চালু করার জন্য বিমানবন্দরের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। সচল রাখা হয়েছে বিমানবন্দরের নেভিগেশন বাতি। বিমানে যাত্রা পথে একজন যাত্রী সর্বোচ্চ ২০ কেজি ওজনের লাগেজ কোন চার্জ ছাড়াই বহন করতে পারবেন।
১৯৯২-৯৩ অর্থবছরে প্রায় ৪০ কোটি টাকা ব্যায়ে বরিশাল বিমানবন্দর নির্মাণ করা হয় ।

৯৫ সালের ৩ ডিসেম্বর ঢাকা-বরিশাল আকাশ পথে জাতীয় পতাকাবাহী বিমান চলাচলের মাধ্যমে যাত্রা শুরু হয় বিমানের। ২০০৬ সালের শেষের দিকে লোকসানের অজুহাত দেখিয়ে বন্ধ করে দেয়া হয় রাষ্ট্রীয় বিমান চলাচল। মাঝে বেসরকারি সংস্থা এয়ার পারাবত ও জিএমজি এয়ারলাইন্স চলাচল করলেও কিছুদিন পর তাও বন্ধ হয়ে যায়। পরে ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বরে চালু হয় ৩৭ সিটের এয়ারক্র্যাফট নিয়ে বেসরকারি সংস্থার ইউনাইটেট এয়ার ওয়াজের ফ্লাইট। তাও ২০০৯ সালের মে মাসে বন্ধ করে দেয়া হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হয়ে বরিশাল সফরে এসে রাশেদ খান মেনন বরিশালে আবারো রাষ্ট্রীয় বিমান চলাচলের ঘোষণা দিয়েছিলেন।

(টিবি/পিবি/মার্চ ৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test