E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘পর্যায়ক্রমে সকলকেই ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে’

২০১৫ এপ্রিল ১২ ১৫:১৫:৪৩
‘পর্যায়ক্রমে সকলকেই ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে’

দিনাজপুর প্রতিনিধি : গতরাতে কুখ্যাত যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করায় সন্তোষ প্রকাশ করে এবং এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খান এমপি বলেছেন, ৭১-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে যাদের ফাঁসির রায় হয়েছে, পর্যায়ক্রমে তাদের সকলকেই ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার সকাল দুপুরে দিনাজপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দিনাজপুর শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে নাশকতা রোধ ও সড়কপথে সুষ্ঠুভাবে নিরাপদে যানবাহন চালানোর লক্ষে বৃহত্তর দিনাজপুরের ৩টি জেলার (দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও) পরিবহন মালিক-শ্রমিক-কর্মচারী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, আ’লীগ ও ১৪ দলের নেতাদের সাথে নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার এমপি, দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক ওসমান আলী, সড়ক পরিবহন মালিক সমিতির মহা-সচিব খন্দকার এনায়েতুল্লাাহ প্রমুখ।

(এআরটি/পিবি/ এপ্রিল ১২,২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test