E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মঙ্গলবার ফিরছে আরও ১২৫ বাংলাদেশি

২০১৫ আগস্ট ২৪ ১৫:৩৭:৩১
মঙ্গলবার ফিরছে আরও ১২৫ বাংলাদেশি

কক্সবাজার প্রতিনিধি : মায়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে পঞ্চম দফায় আরও ১২৫ বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে।

যাচাই-বাছাই শেষে সনাক্ত হওয়া এ ১২৫ জনকে মঙ্গলবার ফেরত আনা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মায়ানমার ইমিগ্রেশন বিভাগের সঙ্গে বিজিবির পতাকা বৈঠকের পর তাদের সম্মতি পাওয়া গেলে ১২৫ জনকে ফেরত আনা হবে।

ওইদিন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী মায়ানমারের ঢেঁকিবনিয়ায় পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এর আগে ৪ দফায় সনাক্ত হওয়া ৫০১ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীকে নিজেদের জলসীমা থেকে উদ্ধার করে সেদেশের নৌবাহিনী।

পরে তাদের বাংলাদেশি হিসেবে দাবি করে মায়ানমার। বিষয়টি নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশিদের।

(ওএস/এএস/আগস্ট ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test