E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চলেছ ইউপি নির্বাচনের সব ধরেণর প্রস্তুতি

২০১৬ জানুয়ারি ২৩ ১০:৩০:১৭
চলেছ ইউপি নির্বাচনের সব ধরেণর প্রস্তুতি

স্টাফ রিপোর্টার : সারাদেশে ইউনিয়ন পরিষদগুলোর সাধারণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী উপকরণ বা মালামাল ক্রয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন । একইসঙ্গে নির্বাচন পরিচালনা বিধিমালার সঙ্গে আচরণ বিধিমালা সংশোধনের কাজও চলছে। সবমিলিয়ে দ্রুত গতিতেই এগিয়ে চলছে এ নির্বাচনের কাজ।

ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি নির্বাচনী উপকরণ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। আগ্রহীরা দরপত্রে অংশগ্রহণও করেছেন। এখন সর্বনিম্ন দরদাতাকেই কাজ দেওয়ার প্রক্রিয়া চলছে।

জানা গেছে, নির্বাচন উপযোগী দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপির নির্বাচন আগামী মার্চের শেষেই শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এক্ষেত্রে ফেব্রুয়ারির মাঝামাঝি তফসিল ঘোষণা করা হবে। সেজন্য এখন থেকেই কেনাকাটার কাজ গুছিয়ে রাখছে ইসি।

এ বিষয়ে ইসির বাজেট শাখার উপ-সচিব শাহজাহান খান বাংলানিউজকে বলেন, দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক প্রার্থী জয়ী হওয়ায় অর্ধেকের বেশি আসনে আমাদের নির্বাচন করতে হয়নি। তাই তখনকার সময়ের অনেক উপকরণ অব্যবহৃত রয়েছে। যা আগামী ইউপিতে কাজে লাগানো হবে।

এছাড়া বর্তমানে প্রায় ১০ ধরনের উপকরণ কিনতে হবে। এগুলোর মধ্যে রয়েছে-সিল, ব্রাশ সিল, প্যাড, গালা, ছোট ব্যাগ, বড় ব্যাগ, ব্যালট বাক্সের লক, রশি ইত্যাদি। এগুলোর জন্যই টেন্ডার দেওয়া হয়েছিলো।

ইউপি নির্বাচনের জন্য বাজেট রাখা হয়েছে ৫০০ কোটি টাকার বেশি। এর মধ্যে নির্বাচন পরিচালনা ব্যয় হবে প্রায় ২০০ কোটি টাকার মতো। এ টাকা থেকেই নির্বাচনী উপকরণ ক্রয় করবে ইসি।

শাহজাহান বলেন, প্রতিদিনই নির্বাচন উপযোগী ইউপির সংখ্যা কমছে-বাড়ছে। তাই নির্বাচন উপযোগী ইউপির সংখ্যা চূড়ান্ত করার আগে উপকরণ কিনতে ঠিক কতো টাকা লাগবে, তা বলা যাচ্ছে না।

সর্বশেষ ইউপির নির্বাচন হয়েছিলো ২০১১ সালে। সে সময় ২৯ মার্চ থেকে জুলাই পর্যন্ত কয়েকধাপে নির্বাচন সম্পন্ন হয়েছিলো। আর ২৯ মার্চ ২১ উপকূলীয় উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। সে সময় প্রথম দফায় ৫ শতাধিক ইউপিতে ভোটগ্রহণ করেছিলো ইসি। এবারও সেসব উপজেলাতেই আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ওএস/এস/জানুয়ারি২৩,২০১৬)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test