E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পাঁচ বছরে ৭০৯ পুলিশের সাজা

২০১৬ জানুয়ারি ২৪ ১৯:৩২:৪২
পাঁচ বছরে ৭০৯ পুলিশের সাজা

স্টাফ রিপোর্টার :গত পাঁচ বছরে ৭০৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

রবিবার পুলিশ সদর দফতরে আসন্ন পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এ কে এম শহীদুল হক বলেছেন, অল্প কিছু পুলিশ সদস্যের অপেশাদার আচরণ ও নৈতিক স্খলন পুরো বাহিনীর অনেক বড় বড় অর্জনকে কখনও কখনও ম্লান করে দেবার উপক্রম করে। তবে আমরা শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থানে।

(ওএস/এস/জানুয়ারি২৪,২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test