E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মা-বাবার কবরের পাশে সমাহিত আলতাফ মাহমুদ

২০১৬ জানুয়ারি ২৫ ১২:৫৭:১৬
মা-বাবার কবরের পাশে সমাহিত আলতাফ মাহমুদ

পটুয়াখালী প্রতিনিধি : সাংবাদিক আলতাফ মাহমুদকে গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়ায় মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টায় গলাচিপা শহরের জৈনপুরী খানকায় প্রথম জানাজার নামাজ পড়া হয়। এতে অংশ নেন কয়েক হাজার মানুষ। জানাজার নামাজ পড়ান বড় জামে মসজিদের ইমাম মাওলানা অলিউর রহমান।

এরপর আলতাফ মাহমুদের মরদেহ তার বাড়ি ডাকুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে আবার জানাজার নামাজ পড়ার পর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

তার নামাজে জানাজায় সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

রোববার (২৪ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৬২ বছর বয়সী আলতাফ মাহমুদ।

১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ। এরপর ২১ জানুয়ারি সকালে তার স্পাইনাল কডের (মেরুদণ্ডের হাড়) অপারেশন করা হয়। অপারেশনের পরপরই আইসিইউতে নেওয়া হয় আলতাফ মাহমুদকে। পোস্ট অপারেটিভ জটিলতায় ২৪ জানুয়ারি তার মৃত্যু হয়।


(ওএস/এস/জানুয়ারি২৫,২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test