E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জাতিসংঘ প্যানেলে শেখ হাসিনার নাম ঘোষণা

২০১৬ এপ্রিল ২৩ ১০:১৬:২৬
জাতিসংঘ প্যানেলে শেখ হাসিনার নাম ঘোষণা


নিউজ ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ রাষ্ট্র ও সরকার প্রধানকে নিয়ে পানি বিষয়ে উচ্চপর্যায়ের একটি প্যানেল গঠন করেছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম গত বৃহস্পতিবার এই প্যানেল ঘোষণা করেন। ওই প্যানেলে দুজন বিশেষ পরামর্শকও রাখা হয়েছে। গতকাল শুক্রবার ঢাকায় পাওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-৬ অর্জনে ‘কার্যকর পদক্ষেপের’ জন্য এই প্যানেল করা হয়েছে। এসডিজি-৬-এ সবার পানি ও স্যানিটেশন সুবিধা প্রাপ্তি এবং এর টেকসই ব্যবস্থাপনার ওপর আলোকপাত করা হয়েছে। এই প্যানেল পানিসম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং পানি ও স্যানিটেশন সংক্রান্ত সেবার উন্নয়নের লক্ষ্যে একটি ব্যাপক, বিশেষ ও সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নেতৃত্ব দেবে।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্যানেল গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। তিনি পানি নিরাপত্তার প্রশ্নে একটি ‘ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি’ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে

বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো নিরাপদ পানির প্রাপ্যতা বিষয়ে ব্যাপক চ্যালেঞ্জের সম্মুুখীন। দক্ষ পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে স্বল্পোন্নত দেশগুলোর কাছে প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানান তিনি।

ওই সভায় আন্তর্জাতিকভাবে সম্মত এজেন্ডায় গৃহীত পানিসংক্রান্ত লক্ষ্যগুলো অর্জন করতে সর্বোত্তম নীতি ও সংস্থাগুলোর বিবরণ তৈরি এবং অর্থায়ন ও বাস্তবায়নের জন্য সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

শেখ হাসিনা ছাড়াও মৌরিশাসের প্রেসিডেন্ট আমেনাহ গারিব, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেয়ে নিয়েতো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, হাঙ্গেরির প্রেসিডেন্ট ইয়ানোস আদের, জর্দানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ এনসুর, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমামালি রাহমান এই প্যানেলে আছেন। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান সুং সু ও পেরুর পরিবেশবিষয়ক প্রতিমন্ত্রী মানুয়েল পুলগার-ভিদালকে বিশেষ পরামর্শক করা হয়েছে।

এদিকে এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘দারিদ্র্য বিমোচন ও অন্যান্য টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সবার জন্য পানি ও স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এসডিজি-৬ অর্জনে সব অংশীদারের প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বর্তমানে বিশ্বে ২৪০ কোটি মানুষ উন্নত স্যানিটেশন সুবিধার বাইরে রয়েছে এবং অন্তত ৬৬ কোটি ৩০ লাখ মানুষ নিরাপদ পানি পাচ্ছে না। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মানসম্মত স্যানিটেশন, পানি ও বিশুদ্ধতার অভাবে প্রতিবছর প্রায় পৌনে সাত লাখ মানুষের প্রাণহানি এবং অনেক দেশের জিডিপির প্রায় ৭ শতাংশ ক্ষতি হচ্ছে।

জাতিসংঘ সদর দপ্তরে প্যানেল গঠন অনুষ্ঠানে বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. হাছান মাহমুদও উপস্থিত ছিলেন।

(ওএস/এস/এপ্রিল২৩,২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test