E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

যুক্তরাজ্য সফর সম্পন্ন করেছে ইউজিসির প্রতিনিধি দল

২০১৬ এপ্রিল ২৫ ১৬:৫০:৩৯
যুক্তরাজ্য সফর সম্পন্ন করেছে ইউজিসির প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, ঢাকা : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গত ২৩ এপ্রিল ২০১৬ তারিখে ১০ দিনব্যাপী যুক্তরাজ্য সফর সম্পন্ন করেছেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সচিব ড. মোঃ খালেদ, শিক্ষামন্ত্রণালয়ের উপ সচিব মিস জিনাত রেহানা এবং ইউজিসির উপ পরিচালক ড. দূর্গা রানী সরকার।

ব্রিটিশ কাউন্সিলের এডুকেশনাল এন্ড প্রফেশনাল এক্সামস ম্যানেজার আদনান চৌধুরী সফরটি সমন্বয় করেন।

সফরকালে প্রতিনিধি দল দুই দেশের মধ্যকার সম্ভব্য পারস্পারিক সম্পর্ক বিশদভাবে আলোচনা করেন।

ইউনিভার্সিটি অব লন্ডন, ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার, ইউনিভার্সিটি অব ওয়েলস, ইউনিভার্সিটি অব সানডারল্যান্ড, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার, ইউনিভার্সিটি অব ডার্বি এবং কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শন করেন।

বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যকার উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে এই সফর বলে জানা গেছে। যুক্তরাজ্য পরিদর্শনকালে তারা এসমস্ত বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারক বিশেষ করে উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডীন এবং গভর্নিং বোর্ডের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলটি ইউনিভার্সিটির নীতিনির্ধারকদের অবহিত করেন যে, সাম্প্রতিক সময়ে শিক্ষাক্ষেত্রে সরকার কর্তৃক গৃহীত সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশ উচ্চশিক্ষার এক নবযুগে প্রবেশ করতে যাচ্ছে এবং সরকার উচ্চশিক্ষার প্রতিটি স্তরে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

(এসএমএইচআর/এএস/এপ্রিল ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test