E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজধানীতে চাকম‍া যুবককে কুপিয়ে হত্যা

২০১৬ এপ্রিল ২৭ ১০:২০:৩৬
রাজধানীতে চাকম‍া যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : রাজধানীর কলাবাগানে দুই বন্ধুকে কুপিয়ে হত্যায় ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হ্যালিসন ত্রিপুরা (২০) নামের এক চাকমা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছে না পুলিশ। 

মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে দক্ষিণ কল্যাণপুরে এ ঘটনা ঘটে।

নিহত হ্যালিসন ত্রিপুরা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দশরথ কোমানের ছেলে এবং হ্যালিসন রাজধানীর মোহাম্মদপুরের ২২/৪ নম্বর বাবর রোডের একটি বাসায় থাকতেন বলে জানান দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) রায়হান।

এ ঘটনায় তার ভাই সাইক্লোনিক ত্রিপুরাসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আটক অবস্থায় ফোনে তার ভাই সাইক্লোনিক জানায়, তাকে এবং তার দুই মামাকেসহ আটক করে রাখা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তারা বলতে পারছে না।

দারুসসালাম থানার এসআই রায়হান বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

(ওএস/এএস/এপ্রিল ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test