E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জুলহাস ও তনয় খুনের তদন্তে সম্পৃক্ত হতে চায় যুক্তরাষ্ট্র

২০১৬ এপ্রিল ২৭ ১৬:৪৫:৪১
জুলহাস ও তনয় খুনের তদন্তে সম্পৃক্ত হতে চায় যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার : রাজধানীর কলাবাগানে খুন হওয়া জুলহাস মান্নান, নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যার তদন্ত ও অনুসন্ধানে সম্পৃক্ত হতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।

বার্নিকাট বলেন, বাংলাদেশ সরকারের একার পক্ষে সকলকে নিরাপত্তা দেওয়া সহজ নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো তথ্য থাকলে তা দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমার ভিন্নমতের জন্য আমাকে হত্যা করা হবে তা কখনই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, বাংলাদেশে অনেকে হত্যা করে পার পেয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্য আদান-প্রদানসহ অন্যান্য সহযোগিতার মাধ্যমে সন্ত্রাস মোকাবিলায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র।

মন্ত্রী বলেন, সন্ত্রাস মোকাবিলায় আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলহাস মান্নান, তনয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডের বিষয়ে বার্নিকাট উদ্বেগের কথা জানিয়েছেন। আমি তাকে জানিয়েছি আপনার দেশেও বাংলাদেশের দম্পতিকে নির্মমভাবে খুন করা হয়েছে। শুধু বাংলাদেশেই নয় সব দেশেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আসুন আমরা একসঙ্গে সন্ত্রাস মোকাবিলা করি।

হত্যাকারীরা পার পেয়ে যাচ্ছে বার্নিকাটের এমন কথার উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ঠিক নয়। দেশীয় কিছু সন্ত্রাসী এসব ঘটাচ্ছে।

সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানের ৩৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় ৫-৬ জন দুর্বৃত্ত বাসায় ঢুকে জুলহাস মান্নান ও নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে। জুলহাস যুক্তরাষ্ট্রের বৈদেশিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা হিসেবে কাজ করতেন। তিনি মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।

এ হত্যাকাণ্ডের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে নিন্দা জানান। তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরণের হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার প্রস্তাব দেন।

(ওএস/এএস/এপ্রিল ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test