E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ডিজিটাল পদ্ধতির আওতায় আসছে যানবাহনের ফিটনেস টেস্ট

২০১৬ সেপ্টেম্বর ২২ ১০:৩৪:২১
ডিজিটাল পদ্ধতির আওতায় আসছে যানবাহনের ফিটনেস টেস্ট

স্টাফ রিপোর্টার : ডিজিটাল পদ্ধতির আওতায় আসছে যানবাহনের ফিটনেস টেস্ট। এ লক্ষ্যে মিরপুরে স্থাপন করা হয়েছে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার বা ভিআইসি। আগামী ৩০ অক্টোবর ভিআইসি উদ্বোধনের মধ্য দিয়ে দেশের পরিবহন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বুধবার মিরপুরের বিআরটিএ অফিস আকস্মিক পরিদর্শনে যান এবং সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। মন্ত্রী বলেন, সম্প্রতি নানা ব্যবস্থা গ্রহণের ফলে বিআরটিএ’র সেবার মান বেড়েছে কিন্তু দালালদের দৌরাত্ম্য কিছু রয়েছে। এ অবস্থার আরো উন্নতি করতে হবে।

উল্লেখ্য, ভিআইসি চালু হলে ফিটনেস টেস্টের জন্য যানবাহন বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সেন্টারে আনতে হবে। বর্তমানে ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল টেস্ট চালু হলে যানবাহন ব্যবস্থাপনায় আরো অগ্রগতি হবে বলে তিনি সেবাগ্রহীতাদের জানান।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test