E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে’

২০১৬ অক্টোবর ০৭ ১৫:১০:৫৪
‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে’

স্টাফ রিপোর্টার : সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ, নিরাপদ, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

শুক্রবার সকালে রাজধানীর বনানী মাঠে স্থাপিত পূজা মণ্ডপের নিরাপত্তার ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, সারাদশে প্রায় ২৯ হাজারের বেশি পুজা মণ্ডপে র‌্যাবের ১৪টি ব্যাটালিয়ন ও ৫৪টি ক্যাম্প নিরাপত্তা দেবে। তবে নিরাপত্তা রক্ষা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব না। এটা সামগ্রিক। এ কাজে সবাইকে অংশগ্রহণ করতে হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতায় এবার শান্তিপূর্ণ, নিরাপদ, উৎসবমুখ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পূজা উদযাপিত হবে।

তিনি আরো বলেন, মণ্ডপের নিরাপত্তায় র‌্যাবের গোয়েন্দা সদস্য, পেট্রোল টিম, ডগ স্কোয়াড, বোমা ডিস্পোজাল ইউনিট, হেলিকপ্টার ইউনিট এবং পূজা কমিটির নেতৃবৃন্দরা একসঙ্গে কাজ করবে।

সম্প্রতি আইএসের সাময়িকীতে বাংলাদেশে আরো হামলার হুমকির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, এধরণের হুমকি অপপ্রচারণা।

(ওএস/এএস/অক্টোবর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test