E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

খাদিজার দুই হাতে সফল অস্ত্রোপচার

২০১৬ অক্টোবর ১৭ ১৭:৫৯:৪৬
খাদিজার দুই হাতে সফল অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার : ছাত্রলীগ নেতা বদরুলের কোপে গুরুতর আহত সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের দুই হাতে সফল অস্ত্রোপচার হয়েছে।

সোমবার দুপুর আড়াইটা থেকে শুরু হওয়া এই অস্ত্রোপচার চলে বিকেল ৫টা পর্যন্ত। নার্গিস বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার বিকেলে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন এসব তথ্য জানান।

তিনি বলেন, অর্থোপেডিক্সের চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন আহমেদের তত্ত্বাবধায়নে নার্গিসের দু’হাতে সফল অস্ত্রোপচার করা হয়েছে। ভালো আছে সে।

এর আগে গত রবিবার সকালে নার্গিসকে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে হাই ডিপেন্ডিসি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়।

(ওএস/এএস/অক্টোবর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test