E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘অবৈধ অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

২০১৬ অক্টোবর ১৭ ১৮:২৮:৪৬
‘অবৈধ অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

স্টাফ রিপোর্টার : অদক্ষ চালক ও হেলপারকে দিয়ে অ্যাম্বুলেন্স চালানো হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় কেন্দ্রীয় ওষুধাগারে অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জীবন বাঁচানোর অ্যাম্বুলেন্স জীবন কেড়ে নিয়েছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মমন্ত্রী মতিউর রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

(ওএস/এএস/অক্টোবর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test