E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘বঙ্গবন্ধুর রক্ত নিশ্চিহ্ন করতে ঘাতকরা রাসেলকে হত্যা করেছে’

২০১৬ অক্টোবর ১৮ ১৩:৫২:১৬
‘বঙ্গবন্ধুর রক্ত নিশ্চিহ্ন করতে ঘাতকরা রাসেলকে হত্যা করেছে’

স্টাফ রিপোর্টার : ‘ছোট থেকে রাসেল বড় হয়েছে বাবা-মা,ভাই-বোন সবার স্নেহ নিয়ে। কিন্তু কতোটুকু পেয়েছে পিতৃস্নেহ? তাকে বড় হতে হয়েছে পিতৃস্নেহ বঞ্চিত হয়ে।’

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৩তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তৃতাকালে আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবনের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, ‘আমরা যখন বাবার সঙ্গে দেখা করতে কারাগারে যেতাম, তখন রাসেলকে সেখান থেকে নিয়ে আসাটা কষ্টকর হতো। সে বাবাকে ছেড়ে আসতে চাইতো না। তখন তার বা কতোইবা বয়স? ঠিকমতো কথাও বলতে শেখেনি’।

‘সে বাবাকে খুঁজে বেড়াতো। মা বলতেন যে, আমিই তো তোমার বাবা। তখন সে মাকে মা বলেও ডাকতো, বাবা বলেও ডাকতো। এভাবেই রাসেল ছোট থেকে বড় হয়েছে’- যোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর রক্ত নিশ্চিহ্ন করতে ঘাতকরা রাসেলকে হত্যা করেছে।

যেকোনো ত্যাগ স্বীকারে আগামী প্রজন্মকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

(ওএস/এএস/অক্টোবর ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test