E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ’

২০১৬ অক্টোবর ১৮ ১৬:৫৭:৫০
‘আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ’

স্টাফ রিপোর্টার : স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর চত্বরে শেখ রা‌সে‌লের ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক শিশু সমাবেশে তিনি একথা বলেন।

যৌথভাবে শিশু সমাবেশটির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন ও শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও স্মৃতি জাদুঘর।

স্পীকার শিরীন শারমিন বলেন, আজকের শিশুরাই আগামীতে বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। এজন্য শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আমাদের উদ্যোগী হতে হবে। তারা যদি এখন ঝরে পড়ে তাহলে সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না।

দেশের শিশুরা অত্যন্ত মেধাবী মন্তব্য করে তিনি বলেন, অনেক মেধাবী শিশু মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। এর জন্য প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে শিশুদের আগলে রাখতে হবে।

তিনি আরো বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবো। কিন্তু ঝরে পড়া শিশুদের বিশাল একটি অংশকে বাদ দিয়ে সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই শিশুদের জন্য গত অর্থবছরে বিশেষ একটি বাজেট রাখা হয়েছে। যে বাজেটের পুরো অর্থ শিশুদের উন্নয়নের কাজে ব্যয় করা হবে। শুধু তাই নয়, শিশুদের উন্নয়নের জন্য শিশু নীতিও প্রণয়ন করা হয়েছে। এছাড়া গণশিক্ষা কার্যক্রমের আওতায় প্রায় ২০ লাখ শিশুকে শিক্ষা দেয়া হচ্ছে।

স্পীকার বলেন, শিশুদের উপর সকল ধরনের অত্যাচার করা থেকে বিরত থাকতে হবে। কেননা যে শিশুর মধ্যে সুপ্ত প্রতিভা বিকশমান তার উপর কোনো ধরনের অন্যায় আচরণ করা যাবে না। এতে তার মেধা নষ্ট হয়ে যায়।

এছাড়া দেশের প্রত্যেকটি শিশুর মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে হবে বলেও যোগ করেন তিনি।

ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.আব্দুল জলিলসহ প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test