E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালকে চার লক্ষ টাকা জরিমানা

২০১৬ অক্টোবর ১৮ ২০:৫৭:২২
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালকে চার লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক :র‌্যাব-২ এর উপ-পরচিালক মেজর মোঃ আতাউর রহমান ও উপ-পরিচালক মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সারওয়ার আলমের পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক  জনাব ডাঃ শাহজাহান, ড্রাগ সুপার জনাব সৈকত কুমার করের সহায়তায় রাজধানীর ধানমন্ডি থানাধীন গ্রীনরোড এলাকায় সেন্ট্রাল হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ফার্মেসীতে ১২ প্রকার মেয়াদ উর্ত্তীর্ণ ঔষধ, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন প্রকার টেষ্ট এবং ভূয়া রিপোর্ট প্রদান করার অপরাধে  ডাঃ এম এ কাশেম (৬২), ও মোঃ আবদুল মালেক (৫২)কে আটক করেন।

আটকদের জিজ্ঞাসাবাদে তাদের এরূপ দোষ স্বীকারোক্তির ভিত্তিতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরওয়ার আলম ডাঃ এম এ কাশেম (৬২) কে তিন লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ০৩ মাসের কারাদন্ড; ফার্মেসী ইনর্চাজ মোঃ আবদুল মালেক (৫২) কে এক লক্ষ টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে ০২ মাসের কারাদন্ড প্রদান করেন।

এছাড়াও একই এলাকার ল্যাব এইড হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কোন প্রকার গুরুতর অভিযোগ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ প্রদান করেন।বিজ্ঞপ্তি


(ওএস/এস/অক্টোবর ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test