E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

'ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০১৬ অক্টোবর ১৯ ১২:৫৬:৩৯
'ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার :'ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬' উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে উদ্বোধনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণকে পরিপূর্ণ ডিজিটাল সেবা এনে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রযুক্তিগত বিকাশের বিষয়টি মাথায় রেখে কাজ করে গেছে আওয়ামী লীগ সরকার।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরও আওয়ামী লীগ সরকার একই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, এ বছর ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে 'ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬'। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।






(ওএস/এস/অক্টোবর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test