E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

২০১৭ আগস্ট ০৬ ১১:৫৯:৩৭
মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : সৌদি আরবের মক্কা আল-মুকাররমায় মো. জাহাঙ্গীর কামাল (৬৬) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নাটোর জেলার বাসিন্দা জাহাঙ্গীর কামালের পাসপোর্ট নম্বর- বি কে ০৩৯৩৬৩৯ এবং পিলগ্রিম আইড ০৭১৯০৮১। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এখন পর্যন্ত মোট চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। এর আগে গত ২ আগস্ট রাজবাড়ী সদরের আবদুর রাজ্জাক (৭৫) মারা যান। তার পাসপোর্ট নাম্বার বি এন ০৬০৭০২৬। পিলগ্রিম আইডি ০৫৯৮১৫৯।

এ ছাড়া গত ১ আগস্ট বরিশাল জেলার মুলাদি থানার মো. ফরিদ উদ্দীন (৬১) পাসপোর্ট নম্বর- বি এম ০৯৫৩৫৫৫, পিলগ্রিম নম্বর ০১৫২২১১ এবং ২৮ জুলাই নেত্রোকোনা জেলা সদরের বাসিন্দা খোন্দকার এ আর এম ইউসুফ (৭৪) মারা যান। তার পাসপোর্ট নম্বর- বি এম ০৯২৩২৫৩ ও পিলগ্রিম নম্বর ০০৩৬২১৭।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। গত ২৪ জুলাই থেকে বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে।

(ওএস/এসপি/আগস্ট ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test